হোম > ছাপা সংস্করণ

চরে কুমড়া ফুলের হাসি

আনিছুর লাডলা, লালমনিরহাট

লালমনিরহাটে তিস্তা নদীর বুকে জেগে ওঠা চরে কুমড়াসহ বিভিন্ন শাকসবজি আবাদ করে পাল্টে গেছে কৃষকের জীবনযাত্রা। অথচ কয়েক বছর আগেও চরাঞ্চলের মানুষ ছিল অভাবের মধ্যে। এখানকার উৎপাদিত সবজি অনেকটা কীটনাশকমুক্ত হওয়ায় ভোক্তাদের কাছে এর চাহিদা বেশি।

জেলার উল্লেখযোগ্য চরাঞ্চল ভোটমারীর জামিরবাড়ি, গোকুন্ডা, রাজুপর, খুনিয়াগাছ, ডাউয়াবাড়ি, সানিয়াজান, গড্ডিমারীসহ পাঁচ উপজেলার বিভিন্ন ইউনিয়নে অন্তত শতাধিক চরাঞ্চলে মিষ্টি কুমড়া, লালশাক, মরিচ, পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন ধরনের শাক-সবজির ব্যাপক আবাদ হয়েছে। স্বল্প খরচে তিস্তায় জেগে ওঠা চরাঞ্চলে সেচ পাম্প বসিয়ে সেচ ব্যবস্থা করে এসব ফসল চাষাবাদ করছেন কৃষকেরা।

ভোটমারী ইউনিয়নের জামিরবাড়ি চরের আমজাদ হোসেন বলেন, ‘সেচের সময় পানির অভাবে ফসল ফলাতে সমস্যা হচ্ছে অনেক। আমরা শ্যালোমেশিন ব্যবহার করে পানির অভাব পূরণ করে থাকি তবুও পরিপূর্ণভাবে পানির চাহিদা মেটাতে পারছি না। এই তিস্তা নদীর পানির ওপর নির্ভর করে থাকে আমাদের ফসল। তাই সরকার যদি তিস্তা নদীর পানির ব্যবস্থা করত তাহলে আমরা তিস্তা চরাঞ্চলের কৃষক অনেক বেশি উপকৃত হতাম।’

আদিতমারী উপজেলার চর বালাপাড়া এলাকার কৃষক হাসান আলী বলেন, ‘আমার যেটুকু জমি ছিল তা তিস্তার পেটে চলে গেছে। এ কারণে প্রতি বছর এই সময় নদীর বুকে জেগে ওঠা চরে জৈব সার ব্যবহার করে কুমড়া, আলু, বাদাম চাষ করি। ফলন ভালো হওয়ায় আমরা পরিবার নিয়ে ভালোভাবে দিন কাটাতে পারছি।’

কালীগঞ্জ উপজেলার চর বৈরাতি গ্রামের মমিনুল আনোয়ারা কৃষক দম্পতি বলেন, ‘সংসার চালাতে তীব্র রোদের মধ্যে এই বালু চরে পানি সেচ দিয়ে ভুট্টা, রসুন, পেঁয়াজ ও আলুর চাষাবাদ করছি।’ একই চরের আফজাল হোসেন বলেন, ‘একসময় বসতভিটা, জমি-জমা সবই ছিল। তিস্তা তা কেড়ে নিয়েছে। খরা মৌসুমে পানি কমে যাওয়ায় বসতভিটার জায়গা আবার জেগে উঠেছে। আর সেই বসত-ভিটায় এখন তামাক আবাদ করছি। তামাক বিক্রি করে সারা বছর সংসারের খরচ চালাব।’

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামীম আশরাফ বলেন, ‘এ বছর জেলায় পাঁচ হাজার ৮০০ হেক্টর জমিতে মিষ্টি কুমড়াসহ বিভিন্ন সবজির চাষ হয়েছে। কম খরচে লাভবান হওয়ায় গত বছরের তুলনায় চলতি বছর তিস্তায় চরে শাক-সবজির আবাদ হয়েছে অনেক বেশি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ