হোম > ছাপা সংস্করণ

শিক্ষক নিবন্ধন পরীক্ষা

দাকোপ প্রতিনিধি

১৬তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় দেশসেরা হয়েছেন দাকোপের মেধাবী সন্তান অসীম কুমার দাস। তিনি দাকোপ উপজেলার সাহেবের আবাদ গ্রামের নারায়ণ দাস ও মৃত ফুলমতি দাসের ছেলে। তিনি সম্প্রতি প্রকাশিত এ পরীক্ষার মেধাতালিকায় ইংরেজি বিষয়ে সারা দেশের মধ্যে প্রথম স্থান এবং সমন্বিত জাতীয় মেধা তালিকায় ৫ম স্থান অর্জন করেছেন।

জানা যায়, অসীম কুমার দাস পড়ালেখা করেছেন নিজ গ্রামে। তিনি উপজেলার দাকোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। ২০০১ সালে দাকোপ সাহেবের আবাদ মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হন। তারপর ২০০৬ সালে উক্ত বিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে ৪.৯৮ পেয়ে এসএসসি এবং ২০০৮ সালে চালনা এম এম কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ৪.২০ পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।

পরবর্তীতে স্বপ্নপূরণের পরবর্তী ধাপে ২০১৩ সালে সরকারি বি এল কলেজ থেকে ইংরেজি বিষয়ে অনার্স শেষ করেন। একই কলেজ থেকে ২০১৫ সালে ৩.০০ পেয়ে ইংরেজি বিষয়ে মাস্টার্স পাস করেন। বর্তমানে তিনি খুলনা শিক্ষক প্রশিক্ষণ কলেজ থেকে বি এড ১ম সেমিস্টারে অধ্যয়নরত আছেন। তার এই সাফল্যের বিষয়ে অসীম কুমার দাস আজকের পত্রিকাকে বলেন, আমার এ সাফল্যের পেছনে আমার পরিবার, শিক্ষক মণ্ডলী এবং বন্ধুবান্ধবদের অবদান অনস্বীকার্য।

দাকোপ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোহেল হোসেন বলেন, দাকোপের মেধাবী ছাত্র অসীম কুমার শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় দেশসেরা হওয়ায় তাকে অভিনন্দন জানাই। আমরা তার সার্বিক মঙ্গল কামনা করি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ