হোম > ছাপা সংস্করণ

ভোটকেন্দ্রে যাওয়ার পথে সদস্য প্রার্থীর মৃত্যু

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর নিয়ামতপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটকেন্দ্রে যাওয়ার পথে এক ওয়ার্ড সদস্য প্রার্থীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টায় ভোটকেন্দ্রে যাওয়ার পথে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

ওই প্রার্থীর নাম নকুল চন্দ্র দাস। তিনি উপজেলার ৪ নম্বর সদর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিলেন।

নকুল চন্দ্র দাসের ছেলে বিনয় চন্দ্র মাহাতো আজকের পত্রিকাকে বলেন, ‘বাবা নিয়ামতপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিলেন। তাঁর প্রতীক বৈদ্যুতিক পাখা। ভোটের মাঠে প্রচারে সরব ছিলেন তিনি। গতকাল সকালে ভোটকেন্দ্রে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অসুস্থজনিত কারণে ভোটের দিন সকালে কেন্দ্রে যাওয়ার পথে রিকশায় ওঠার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। ভোট যথারীতি চলবে।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন বলেন, নিয়ামতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী নকুল চন্দ্র দাসের মৃত্যুর খবর শুনে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাতে ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি। তবে তাঁর মৃত্যুতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ