হোম > ছাপা সংস্করণ

সত্য গল্পের জীবনঘনিষ্ঠ বয়ান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পবিত্র কোরআন মহান আল্লাহর বাণী। এর প্রতিটি অক্ষর সত্য ও চিরন্তন। মানবজাতির হেদায়েতের বার্তা নিয়ে ২৩ বছরব্যাপী নাজিল হয়েছে পবিত্র কোরআন। বিভিন্ন বাস্তব ঘটনার নিরিখে মহান আল্লাহ আদেশ, নিষেধ, উপদেশ ও গল্পের মাধ্যমে মানুষকে পরকালীন সাফল্যের পথ দেখিয়েছেন। তাই কোরআনের বিধিবিধানসংবলিত আয়াতগুলো যেমন মানবজীবনে গুরুত্ব রাখে, তেমনি কোরআনের গল্পগুলোও একজন মুসলমানের জীবনে বড়ই তাৎপর্যময়।

কোরআনে আল্লাহ তাআলা ২৫ জন নবীর আলোচনাসহ অসংখ্য গল্পের অবতারণা করেছেন। হাদিসেও এসব গল্পের নানা দিক স্পষ্ট করা হয়েছে। এসব গল্পই সময়ের ভাষায় বাংলা ভাষাভাষী পাঠকের জন্য এক মলাটে নিয়ে এসেছেন তরুণ লেখক আরিফুল ইসলাম। সংক্ষেপে তিনি দাঁড় করিয়েছেন কোরআনের গল্পগুলোর এক সহজ-সাবলীল বয়ান। কোরআন-হাদিসের বাইরের সূত্রগুলো এড়িয়ে তিনি বিশ্বস্ততার মানদণ্ডে উতরে গেছেন। গল্পের শেখার দিকগুলো চমৎকার সব উপমায় তিনি চিত্রিত করেছেন।

ঐতিহাসিক ধারাক্রম রক্ষায় প্রথমেই তিনি আদম (আ.)-এর গল্প বলেছেন। এরপর অন্যান্য নবীর গল্পগুলো এনেছেন। নবীদের গল্পের বাইরে কোরআনে বর্ণিত আরও কয়েকটি তাৎপর্যপূর্ণ গল্পও উঠে এসেছে দারুণ মুনশিয়ানায়।

কোরআনের আয়াতগুলো গল্পভাষ্যে দারুণভাবে যুক্ত করেছেন লেখক। সঙ্গে প্রয়োজনীয় ও নির্ভরযোগ্য হাদিসগুলোও রেফারেন্সসহ নিয়ে এসেছেন। ফলে কলেবরে ছোট হলেও বইটি এক অনবদ্য প্রামাণ্য রচনার স্থান দখল করে নিয়েছে। লেখকের সহজিয়া ঢং সব বয়সের, সব শ্রেণির পাঠককে স্পর্শ করবে—আশা করি। প্রকাশনা সংস্থা ঐতিহ্যের অঙ্গপ্রতিষ্ঠান ইলহামের ছাপা-মুদ্রণ-বাঁধাই এককথায় অনন্য। বইটি সত্যানুসন্ধানী পাঠকের মনের খোরাক জোগাবে।

বই: কুরআনের গল্প

লেখক: আরিফুল ইসলাম

প্রকাশক: ইলহাম

পরিবেশক: ঐতিহ্য

পৃষ্ঠা: ১০৪

দাম: ১৬০ টাকা

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ