ওয়ালটন হাই-টেক পার্কে চালু হয়েছে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি। কারখানায় কর্মরত বিপুলসংখ্যক কর্মীকে দ্রুত টিকার নিয়ে আসতে এই উদ্যোগ নিয়েছে দেশের সুপার ব্র্যান্ড ও ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটন।
গত বৃহস্পতিবার সকালে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক শিল্প পার্কে এই টিকাদান কর্মসূচি চালু করা হয়। এই কার্যক্রম উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলমগীর আলম সরকার।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ইয়াছির আল-ইমরান, মোহসীন সর্দার, এক্সিকিউটিভ ডিরেক্টর আনোয়ারুল ইসলাম, ফার্স্ট সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর তানভীর আহম্মেদ প্রমুখ।
ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, সাপ্তাহিক ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই টিকাদান কর্মসূচি চলবে । এই কার্যক্রমে সহায়তা করছে গাজীপুর সিভিল সার্জন অফিস। —বিজ্ঞপ্তি