মাগুরার মহম্মদপুরে দিনমজুর পিতার মুখ উজ্জ্বল করেছে তাঁর একমাত্র মেয়ে রহিমা খাতুন। রহিমা এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ব্যবসা শাখা থেকে এ প্লাস পেয়েছে। অভাব-অনটনের মধ্যেও রহিমার এই সাফল্যে খুব খুশি তার পরিবার, পাড়া-প্রতিবেশী ও আত্মীয়স্বজন।
উপজেলা সদরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি আরএসকেএইচ মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশ নেয় রহিমা। সে উপজেলা সদরের জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা মো. মিজান শেখ ও মোছা. মনোয়ারা বেগমের একমাত্র মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, এক ছেলে ও এক মেয়ের মধ্যে রহিমা ছোট। মিজান ও তাঁর স্ত্রী লেখাপড়া জানেন না। অভাবী সংসারের চাহিদা মেটাতে রাজমিস্ত্রি, মাটি কাটা, ভ্যান চালানোসহ নানা কাজ-কর্ম করতে হয় মিজানকে। নিজেরা লেখাপড়া না জানলেও ছেলে-মেয়েকে মানুষের মতো মানুষ করতে অক্লান্ত পরিশ্রম করে মিজান ও তার স্ত্রী মনোয়ারা বেগম।
রহিমা খাতুন তার এই ফলাফলের জন্য বাবা-মা, বড়ভাই ও শিক্ষকমণ্ডলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সে ভবিষ্যতে নিজেকে একজন বিসিএস ক্যাডার হিসেবে গড়ে তুলে দেশের অসহায় মানুষের সেবা করার প্রত্যয় ব্যক্ত করে সবার কাছে দোয়া প্রত্যাশা করেছে।
মিজান ও মনোয়ারা মেয়ের এই সফলতার ধারাবাহিকতা রক্ষায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে বলেন, ‘শিক্ষকদের সহযোগিতায় আমাগের মণি অনেক ভালো ফলাফল করছে। এতে আমরা খুব খুশি। শিক্ষক মন্ডলীসহ সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসায় সে যেন একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠতে পারে এই কামনা করি।’