প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে প্রতিবাদ কর্মসূচি হিসেবে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুত্তলিকা পুড়িয়েছে রংপুর জেলা ছাত্রলীগ।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর জীবন বীমা মোড় হয়ে জাহাজ কোম্পানি মোড়ে আসে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে আলালের কুশপুত্তলিকা দাহ করা হয়। এ সময় আলালের শাস্তির দাবিতে স্লোগান দেন নেতা-কর্মীরা।
সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি, সহসভাপতি শামীম সরদার, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কানন, যুগ্ম সাধারণ সম্পাদক শেরে জাহান শাওন, হাসিব, সাংগঠনিক সম্পাদক আবু হোসেন, আদনান হোসেন, মিথুন চৌধুরী, আপ্যায়নবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
নেতারা আলালকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। সেই সঙ্গে তাঁকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করেন। যেখানে আলালকে পাওয়া যাবে সেখানেই তাঁকে প্রতিরোধ করা হবে বলে তাঁরা উল্লেখ করেন।
জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী বলেন, বিএনপি নেতা আলালকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এ ছাড়া তাঁর দেওয়া বক্তব্য প্রত্যাহার করা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দেন ছাত্রলীগ সভাপতি।