শিবচর উপজেলার পদ্মা নদী থেকে মাথাবিহীন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাঁঠালবাড়ী ঘাট এলাকার পদ্মানদী থেকে কাঁঠালবাড়ী নৌপুলিশ লাশটি উদ্ধার করে। নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে শিবচরের কাঁঠালবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান গেট সংলগ্ন পদ্মা নদীতে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে শিবচর থানায় খবর দিলে রাত সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।
কাঁঠালবাড়ি নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রেজাউল করিম বলেন, ‘লাশটি উদ্ধার করে আমরা সুরতহাল প্রতিবেদন তৈরি করছি। লাশটি মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মাথা না থাকায় লাশটি কার চেনা যাচ্ছে না। তবে লাশটির আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ হবে। পরনে হাফ প্যান্ট রয়েছে। লাশটি প্রায় গলে গেছে।’