পিরোজপুরের নাজিরপুরে অসুস্থ মাকে দেখতে এসে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মো. হাবিবুর রহমান হাওলাদার (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের মধ্য চালিতাবাড়ি গ্রামের একটি জমিতে ইদুর মারার বৈদ্যুতিক ফাঁদে তিনি মারা যান। হাবিবুর রহমান শাঁখারীকাঠী ইউনিয়নের বুড়িখালী গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে।
নিহতের স্ত্রী সালমা বেগম জানান, আমার স্বামী এলাকায় ঋণে জর্জরিত হয়ে পড়লে ঢাকা চলে যান। আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়লে তিনি তাঁকে দেখতে বাড়িতে আসেন। গোপনে ওই পথ দিয়ে তিনি বাড়ি যাওয়ার সময় ওই জমিতে থাকা ইঁদুর মারার বিদ্যুতের ফাঁদে বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহিদুল ইসলাম বলেন, ‘স্থানীয় গ্রাম পুলিশের কাছ থেকে ফোন পেয়ে ঘটনা স্থলে গিয়ে নিহত যুবকের মরদেহ উদ্ধারের কাজ চলছে। ধারণা কার হচ্ছে, ওই দিন সকালে ওই জমির কাছ থেকে ওই যুবক যাওয়ার সময় সেখানে থাকা ইঁদুর মারার বিদ্যুতের ফাঁদে বিদ্যুতায়িত হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। তার দুপায়ে বিদ্যুতের তারে পুড়ে যাওয়ার দাগ রয়েছে।’