ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলালে নওটিকা কেশুরতা বালিকা উচ্চবিদ্যালয় মাঠে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার নওটিকা কেশুরতা বালিকা উচ্চবিদ্যালয় মাঠে অন্বেষণ ব্লাড ব্যাংক সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, গুলশান, ঢাকা এর আয়োজন করে। দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ৫০০টি শীতবস্ত্র দুস্থ অসহায় মানুষদের মধ্যে বিতরণ করা হয়।
এ সময় চারজন বিশেষজ্ঞ, চারজন চিকিৎসা কর্মকর্তা ও ১২ জন ইন্টার্ন চিকিৎসকেরা দিনব্যাপী ক্যাম্পে এ সেবা দেন।