হোম > ছাপা সংস্করণ

আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে পারেননি হাওয়ারুন

বিশ্বনাথ প্রতিনিধি

আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে পারেননি হাওয়ারুন নেছা। নাতির কোলে চড়ে সকাল ১০টার দিকে ভোটকেন্দ্রে আসেন ৮১ বছর বয়সী এই নারী। কয়েকবার চেষ্টার পরও ভোট দিতে না পেরে ফিরে যান তিনি।

হাওয়ারুন বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের এলাহাবাদ আলিম মাদ্রাসা কেন্দ্রের ভোটার। তাঁর বাড়ি তেলিকোনা গ্রামে। তিনি আক্ষেপ করে বলেন, ‘গেল ইউপি নির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছিলাম। এবার আর ভোটটা দিতে পারলাম না।

একই কারণে ভোট দিতে পারেননি মদরিছ আলী নামের সত্তরোর্ধ্ব আরও এক ব্যক্তি। তিনি বলেন, ‘কত ভোট দিয়েছি। কিন্তু কোনো দিন এমনটি হয় নাই।’

বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, কেবল এ দুজনই নন, প্রায় প্রতি কেন্দ্রেই একাধিক ভোটার ভোট দিতে পারেননি আঙুলের ছাপ না মেলায়। অনেকবার চেষ্টা করার পরও মেলেনি অনেকের আঙুলের ছাপ। বিশেষ করে বয়োবৃদ্ধ ও শ্রমজীবী ভোটারদের ভোট না দিয়ে হতাশ হয়ে ফিরে যেতে দেখা যায়।

প্রিসাইডিং কর্মকর্তারা জানান, আঙুলের ছাপের মাধ্যমে ভোটার পরিচিতি নিশ্চিত করা হয়। যাদের ক্ষেত্রে আঙুলের ছাপ মেলে না, তাদের বেলায় একাধিকবার চেষ্টা হয়। কয়েকবার চেষ্টার পর অনেকের মেলে আবার অনেকের মেলে না।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ