হোম > ছাপা সংস্করণ

বেড়েছে ব্যয়, বিপাকে স্বল্প আয়ের মানুষ

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিপাকে আছেন স্বল্প আয়ের মানুষ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদরের সঙ্গে তাল মেলাতে না পেরে দিশেহারা তাঁরা। আয় বাড়ছে না, বাড়ছে ব্যয়। এমন অবস্থায় সংসার চালানো দায় হয়ে পড়েছে।

এসব নিম্ন আয়ের মানুষ জানান, দৈনিক আয়ের টাকায় নিত্যপণ্য কী রেখে কী কিনবেন, তা নিয়ে দিশেহারা। আয়ের টাকা দিয়ে নিত্যপণ্য কেনা যায় না।

সাধারণ ক্রেতাদের অভিযোগ, উপজেলা প্রধান বাজার মেলান্দহ। এ বাজার মনিটরিং ও দোকানে পণ্যমূল্যের তালিকা নেই। ফলে ব্যবসায়ীরা প্রতিটি পণ্যের মূল্য 
বাড়িয়ে রাখছেন। একই পণ্য বিভিন্ন ক্রেতার কাছে বিভিন্ন দামে বিক্রি করছেন। এ বাজারে সব পণ্যের দাম চড়া।

কথা হয় পৌরসভার নাগেরপাড়া এলাকার সোলায়মান রহমানের সঙ্গে। তিনি রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করেন। দৈনিক মজুরি ৪০০ টাকা। তাঁর সংসারে রয়েছেন স্ত্রী ও দুই সন্তান। মেয়ে নবম শ্রেণিতে ও ছেলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে।

সোলায়মান বলেন, ‘কী রাইখা কী কিনমু, তার আগেই দেখি সব টাহা শেষ। এক পোয়া কাঁচা মরিচ কিনতে গেলাম; মরিচ নিয়ে দাম কইলাম কয় টাহা, বলে ৬০ টাহা। পরে মরিচ ফিরত দিয়া আইলাম।’

সোলায়মান আরও বলেন, ‘আজকের ইনকামে ২ কেজি চাল কিনেছি ১২০ টাহায়। ১০০ টাকার আধা লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু ৫০, আধা কেজি বেগুন ৩৫, মুলাশাক ৩৫, আর ১ কেজি লবণ কিনলাম ৩৫ টাহায়। কাছে আর ৩০ টাহা আছে। এখন মাছ-গোশত খাওয়ার আশা ছাইড়া দিছি। সন্তানদের নিয়ে এহন খুব কষ্টেই দিন যাচ্ছে।’

দেশে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে নিত্যপণ্যের দাম বাড়লেও দিনমজুর ও কৃষকদের আয় বাড়েনি, বেড়েছে ব্যয়।

মেলান্দহ বাজারের ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বলেন, ‘প্রতিটি জিনিসেরই দাম বেড়েছে। দোকানদারেরা কখনো দাম বাড়ায় না, সরকার থেকে দাম বাড়লে আমাদের বেশি দামে কিনতে হয়। সবকিছুরের দাম এখন অনেকটাই বেড়ে গেছে। বয়লার মুরগি ১৮০ টাকা কেজি হয়েছে।’

বাজার মনিটরিংয়ের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম মিঞা বলেন, ‘কোনো ব্যবসায়ী যদি নির্দিষ্ট দাম থেকে বেশি দাম রাখে এবং দোকানে মূল্যতালিকা না থাকে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

দ্রব্যের মূল্য বেশি রাখার অভিযোগে সম্পর্কে জনতে চাইলে ইউএনও আরও বলেন, দেশে নিত্যপণ্যের দাম কিছুটা বেড়েছে। দিনমজুর ও নিম্নবিত্ত কৃষকেরা আয়-ব্যয়ের হিসাব মেলাতে পারছেন না। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ