হোম > ছাপা সংস্করণ

নৌকা সমর্থককে জখম

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদে নির্বাচন পরবর্তী সহিংসতা থামছেই না। একের পর এক নৌকা প্রতীকের সমর্থকদের জখম করছে পরাজিত প্রার্থীর লোকেরা।

গোবরা প্রগতি বিদ্যাপীঠের ৪র্থ শ্রেণির কর্মচারী ও ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিশকাত হোসেনের হাত-পা ভেঙে দিয়েছেন পরাজিত প্রার্থী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত সভাপতি উজ্জ্বল শেখের লোকেরা। বর্তমানে তিনি নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গতকাল বুধবার থানায় মামলা হয়েছে। পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন বড়গাতি গ্রামের রওশন (৩৫), গোবরা গ্রামের মিশর (৩০) এবং শুভারঘোপের ফয়সাল (৩৫)।

আহত মিশকাত হোসেন (৪০) জানান, ‘ইউপি নির্বচনে নৌকা প্রতীকের পক্ষে কাজ করায় ৭ ডিসেম্বর সাবেক চেয়ারম্যানের লোকজন আমাকে ধরতে আমার স্কুলে যায়। বিষয়টি সদর থানার ওসিকে জানালে তাঁর পরামর্শে জিডি করলেও জীবন বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছিলাম। কিন্তু সন্ধ্যায় পরাজিত প্রার্থী বিগত পরিষদের ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখ নেতৃত্বে ১২-১৪ জন পিস্তল ঠেকিয়ে হাতুড়ি, রড দিয়ে জখম করে আমার ডান হাত ও ডান পা ভেঙে দিয়েছে।’

এ বিষয়ে সদর থানার ওসি শওকত কবীর জানান, ঘটনার জন্য সব দোষীদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করা হবে এবং এ বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ