চট্টগ্রামের হাটহাজারীতে তুচ্ছ ঘটনায় স্বামীর দেওয়া থাপ্পড়ের জের ধরে মর্জিনা আকতার সুবর্ণা (২৭) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। গত বুধবার রাতে হাটহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আদর্শ গ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।
বিষ পানের পর ওই গৃহবধূকে মুমূর্ষু অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত মর্জিনা পৌরসভার ৭ নম্বর সড়ক দক্ষিণ পাহাড় কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন বাড়ির মো. মহিউদ্দিনের স্ত্রী। নিহত মর্জিনার ছয় এবং দুই বছর বয়সী দুটি সন্তান রয়েছে। খবর পেয়ে হাটহাজারী মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওই গৃহবধূর স্বামী মহিউদ্দিন জানান, সন্ধ্যায় একটি বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। রাগে তাকে দুটি থাপ্পড় দিয়েছি। পরে চা পান করতে ঘর থেকে বের হয়ে আমি দোকানে চলে গেছি। কিছুক্ষণ পর আমার স্ত্রী মোবাইলে কল দিয়ে বলে আমি বিষ খেয়েছি। আমি দ্রুত ঘরে ফিরে তাকে হাসপাতালে নিয়ে যাই। পরে সেখানে তার মৃত্যু হয়।
নিহত মর্জিনার বড় ভাই মো. শাহজাহান জানান, তুচ্ছ ঘটনার জের ধরে আমার বোন বিষপান করেছে। বিষপানের খবর শুনে দ্রুত আমরা তাকে চমেক হাসপাতালে এসে দেখি আমার বোন আর নেই। এ ঘটনায় তাঁরা মামলা করবেন না বলে জানান।
হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা বলেন, ‘বিষপানে গৃহবধূর মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি।’