হোম > ছাপা সংস্করণ

ভূমিহীনদের জন্য ঘর চেয়ে নগরীতে বিক্ষোভ

রংপুর প্রতিনিধি

রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের শ্রমজীবী ভূমিহীনদের জন্য ঘর নির্মাণের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল হয়েছে। সেই সঙ্গে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে মহানগর সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে কয়েক শ ভূমিহীন অংশ নেন। পরে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্মারকলিপি দেওয়ার আগে কাচারি বাজারে সংগঠনের মহানগর সভাপতি মাজেদুল ইসলাম দুলালের সভাপতিত্বে সমাবেশ হয়। এতে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহসম্পাদক নব কুমার কর্মকার, জেলা বাসদের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সদস্যসচিব মমিনুল ইসলাম, ভূমিহীন নেতা রাশেদ প্রমুখ।

বক্তারা বলেন, দেশের দারিদ্র্যপীড়িত ১০ জেলার আটটিই রংপুর বিভাগে। এই অঞ্চলে ভারী কোনো শিল্পকারখানা ও গ্রামাঞ্চলে সারা বছর কাজ না থাকায় বিভাগীয় শহরে জনসংখ্যা বেড়েই চলেছে। ভূমিহীন-গৃহহীন শ্রমজীবীদের একটি বিরাট অংশ রিকশা, ভ্যানচালক, দোকান কর্মচারী, হকার, বাসাবাড়ির কাজের বুয়া, ছোট ভাসমান দোকানদার ইত্যাদি। তাঁরা কোনো রকমে ঝুপড়ি বানিয়ে, কেউ অন্যের জায়গায়, কারও চার থেকে পাঁচ সদস্যর পরিবার একটি ঘর ভাড়া নিয়ে থাকতে বাধ্য হচ্ছেন। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির এ দুঃসময়ে তাঁরা কোনোভাবেই টিকে থাকতে পারছেন না। তাঁরা ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে পারছেন না।

নেতারা অবিলম্বে রংপুর সিটি করপোরেশনের শ্রমজীবী ভূমিহীন স্থায়ী নাগরিকদের আবাসন নিশ্চিতকরণ এবং দ্রুত ভূমিহীনদের গৃহনির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের জোর দাবি জানান। পাশাপাশি অসহায় দুস্থ শ্রমজীবী মানুষের জন্য ওএমএস ও রেশন চালুর দাবি করা হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ