হোম > ছাপা সংস্করণ

শব্দের আড়ালে গল্প: খেই হারানো

রাজীব কুমার সাহা

আমাদের দৈনন্দিন আলাপ-আলোচনায় ‘খেই হারানো’ শব্দবন্ধটি প্রায়ই ব্যবহার করি। সাধারণত কোনো বিষয়ে কথা বলার সময় আমরা যদি সংশ্লিষ্ট বিষয় ব্যতিরেকে অন্য প্রসঙ্গে কথা বলতে শুরু করি, তখনই এ শব্দবন্ধটির ব্যবহার আমরা করতে দেখি। আমরা ব্যক্তিকে উদ্দেশ্য করে বলি, ‘তুমি বোধ হয় কথার খেই হারিয়েছ।’ এখন প্রশ্ন হলো, এই খেই শব্দের মানে কী? আর কেন আমরা বারবার কথা বলতে গিয়ে এই ‘খেই’ হারিয়ে ফেলি? চলুন, আজ জানব ‘খেই হারানো’র আদ্যোপান্ত।

 ‘খেই’ শব্দটি বাংলা ভাষায় এসেছে সংস্কৃত ‘ক্ষেপ’ শব্দ থেকে। এর অর্থ হলো: ১. সুতার প্রান্ত বা মুখ; ২. সুতার সংখ্যা (পাঁচ খেই); ৩. ধারা, প্রসঙ্গ, সূত্র (কথার খেই হারানো); ৪. সন্ধান (হঠাৎ হারায় তোমার পথের খেই)। ইতিমধ্যে নিশ্চয় আপনি খেই শব্দের এক নম্বর অর্থটি পড়েছেন এবং কিছুটা আঁচ করতে পেরেছেন। ঠিক এ অর্থটি থেকেই এই খেই হারানোর প্রসঙ্গটির অবতারণা।

খেই শব্দের একটি অর্থ হলো সুতার প্রান্ত বা মুখ। তাঁতিদের কাপড় বোনার সময় টানা কিংবা পোড়েনের সুতা ছিঁড়ে গেলে তাঁতি সুতার খেই হারিয়ে ফেলেন। এতে তাঁতিকে পড়তে হয় মহা ঝামেলায়। এই খেই খুঁজে বের করে পুনরায় জোড়া দিয়ে আবার বুননকর্ম শুরু করা সময়সাপেক্ষ ব্যাপার। তা ছাড়া কাটিম থেকে সুতা বের করার সময় যদি খেই খুঁজে না পাওয়া যায়, তখনো তাঁতিকে ঝামেলা পোহাতে হয়।

মূলত সুতার এই খেই বা মুখ হারানোর বিষয়টিই আলংকারিকরূপে তাঁতশিল্প থেকে উঠে এসেছে আমাদের দৈনন্দিন মুখের ভাষায়। আমরা অনেক সময় কথা বলা বা গল্প করার সময় প্রসঙ্গ হারিয়ে ফেলি। কাটিমের সুতার মতো যখন আমরা সুনির্দিষ্ট বিষয়ে কথার সূত্র হারিয়ে অপ্রাসঙ্গিক বিষয়ে কথা বলতে শুরু করি, তখনই মূলত কথার খেই হারিয়ে ফেলি। ইংরেজিতে এ বিষয়টিকে আমরা বলতে পারি—লস ওয়ানস ক্লু; মিস আ লিংক; বি কনফাউন্ডেড; বি অ্যাট ওয়ানস উইটস এন্ড।

খেই হারিয়ে যেমন কাপড় বুনন বা কাটিম থেকে সুতা বের করার কাজটি অসম্পূর্ণ হয়ে পড়ে, তেমনি কথার খেই হারিয়ে আমরা হয়ে উঠতে পারি অন্যের বিরক্তি বা ভুল-বোঝাবুঝির কারণ। সুতরাং খেই হারানো চলবে না—না তাঁতশিল্পে, না আলাপচারিতায়!

লেখক: আভিধানিক ও প্রাবন্ধিক

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ