হোম > ছাপা সংস্করণ

নিত্যপণ্যের দাম কমানোর দাবি

যশোর প্রতিনিধি

চাল, ডাল, পেঁয়াজ, তেল ও গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। গতকাল সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে নেতারা বলেছেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য অতীতের সব রেকর্ড ভেঙেছে। মানুষ সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে। নুন আনতে পানতে ফুরানোর অবস্থা হয়েছে। অথচ সেদিকে খেয়াল না দিয়ে শোষক-শাসকগোষ্ঠী তাঁদের স্বার্থ হাসিলে সাম্প্রদায়িকতাকে হাতিয়ার করে জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টির অপতৎপরতায় লিপ্ত রয়েছে। তাঁরা শোষণ-শাসনকে আড়াল করতে এবং জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত ও বিভক্তি সৃষ্টি করতে সাম্প্রদায়িকতাকে ব্যবহার করে আসছে।

সংগঠনের সভাপতি আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সংগঠনের নেতা–কর্মীরা ছাড়াও পথচারীরা অংশ নেন। এ সময় বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সাধারণ সম্পাদক কৃষ্ণা সরকার, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির জেলা সহসভাপতি আবু বক্কার সরদার, প্রচার সম্পাদক জগন্নাথ বিশ্বাস, জাতীয় ছাত্রদলের জেলা আহ্বায়ক বিশ্বজিৎ বিশ্বাস, যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সম্পাদক আইয়ুব হোসেন, পৌরসভা শ্রমিক শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সম্পাদক হিরণ লাল সরকার, ট্রেড ইউনিয়ন সংঘের অভয়নগর থানার নেতা নাজমুল হুসাইন প্রমুখ। পরিচালনা করেন মধুমঙ্গল বিশ্বাস।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ