ভুল করে পরীক্ষা দিতে না পারায় স্বপন কুমার নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। সে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ফরিঙ্গাদিঘী এলাকার সুভাস রায়ের ছেলে। সে মীরডাঙ্গী বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ভকেশনাল শাখার পরীক্ষার্থী ছিল।
জানা গেছে, গত রোববার ছিল ট্রেড-২ কম্পিউটার বিষয়ের পরীক্ষা। সেদিন মনের ভুলে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারেনি স্বপন। পরে অন্য পরীক্ষার্থীদের কাছে জানতে পারে ওই দিনই ছিল তার সর্বশেষ পরীক্ষার দিন। এতে মানসিকভাবে ভেঙে পড়ে সে। ওই দিন রাতে বাড়িতে থাকা ইঁদুর নিধনের গ্যাস ট্যাবলেট খেয়ে ঘরের ভেতর ছটফট করতে থাকে। বাড়ির অন্য সদস্যরা বিষয়টি টের পেয়ে ঘরের দরজা ভেঙে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার দুপুরে মারা যায় সে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রশাসনের অনুমতি সাপেক্ষে গতকাল মঙ্গলবার বেলা ১২টায় সৎকারের কাজ সম্পূর্ণ হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শরৎ চন্দ্র রায়।
রাণীশংকৈল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ শেখ গতকাল মঙ্গলবার দুপুরে আজকের পত্রিকাকে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।