হোম > ছাপা সংস্করণ

পরিষদ কার্যালয়ে পরাজিত চেয়ারম্যানের তালা

পিরোজপুর প্রতিনিধি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হেরে গিয়ে ক্ষোভে পরিষদের অস্থায়ী কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন সদ্য সাবেক চেয়ারম্যান। ফলে বৈরী আবহাওয়ার মধ্যে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে খোলা আকাশের নিচে প্রথম সভা করেছেন নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা।

গত বৃহস্পতিবার পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা।

লিখিত অভিযোগে বলা হয়েছে, ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা পরিষদের অস্থায়ী কার্যালয়ে প্রথম সভার আয়োজন করেন। সভার আগে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও তাঁর লোকজন। ফলে বৈরী আবহাওয়ার মধ্যে পত্তাশী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে সভার অনুষ্ঠান করেন নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা।

পত্তাশী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার বলেন, ‘সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও তাঁর লোকজন দিয়ে পরিষদের অস্থায়ী কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন। বৃষ্টিপূর্ণ আবহাওয়ার মধ্যেও খোলা আকাশের নিচে রাস্তায় প্রথম সভার অনুষ্ঠান করতে বাধ্য হয়েছি।’ তিনি সরকারদলীয় লোক বলে দলীয় প্রভাবেই এমনটা করেছেন বলে অভিযোগ করেন জাতীয় পার্টি জেপি মনোনীত চেয়ারম্যান শাহীন।

ইউপি সদস্য কবির হোসেন বলেন, ‘সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের এমন আচরণ মানা কষ্টকর। তিনি ও তাঁর লোকজন মিলে পরিষদের অস্থায়ী কার্যালয়ে তালা দিয়ে দিয়েছেন, তাই আমরা কেউই কার্যালয়ে প্রবেশ করতে পারিনি।’

ইউনিয়নের সচিব মতিউর রহমান বলেন, ‘সাবেক চেয়ারম্যান আমাদের কাউকে কিছু না জানিয়েই ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন। যোগাযোগ করার চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়েছি।’

সাবেক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক। এখনো আমি আমার দায়িত্ব ও কাগজপত্র বুঝিয়ে দিইনি। তাই পরিষদের অস্থায়ী কার্যালয়ে আমি তালা দিয়ে শহরে গিয়েছি। দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগেই সভা করবেন তো সেটা নতুন চেয়ারম্যানের কার্যালয়ে করলেই তো পারত, আমাকে মিথ্যা অভিযোগ কেন দিচ্ছে।’

ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফরনেচ্ছা বলেন, ‘বিষটি শুনেছি, অভিযোগ করা হয়েছে। তদন্ত করে বিস্তারিত জানানো যাবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ