বিশ্বনাথ থানা–পুলিশ ৪ জনকে আটক করেছে। এ সময় তাঁদের কাছ থেকে ১২১ বোতল ভারতীয় মদ জব্দের দাবি করেছে পুলিশ। বুধবার রাতে লামাকাজী ইউনিয়নের কাজীবাড়ি এলাকার সুরমা নদী পাড় থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সুনামগঞ্জের ছাতক উপজেলার তাজপুর গ্রামের মমিন মিয়ার ছেলে আব্দুল আলীম (২২), একই উপজেলার পাইগাঁও গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে মো. জামাল (৩৯), শান্তিগঞ্জ থানার পাগলা গ্রামের সৈলেন সূত্রধরের ছেলে সুশীল (৩০) এবং নেত্রকোনার পূর্বধলা উপজেলার পুকুরিয়া কান্দা গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে রমজান আলী (১৯)।
পুলিশ জানায়, ছাতক থেকে নৌকায় করে চার মাদক পাচারকারী মদের চালান নিয়ে লামাকাজীর কাজীবাড়ির পশ্চিমে আসেন। এরপর তাঁরা নৌকা থেকে মদ সিএনজি অটোরিকশায় ওঠানোর সময় পুলিশের একটি দল ৪ জনকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ১২১ বোতল মদ জব্দ করে পুলিশ।