হোম > ছাপা সংস্করণ

ট্রাকচাপায় প্রাণ গেল দুই পর্যটকের

গোয়াইনঘাট প্রতিনিধি

সিলেট-তামাবিল মহাসড়কে গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই পর্যটক নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার দুপুরে জাফলংয়ের গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাঁদপুর জেলার সদর উপজেলার মো. রহমত উল্লাহর ছেলে ইউসুফ আলী (৩০) এবং সোহেল আহমদ (৩০)। তবে সোহেলের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ইউসুফ আলী ও সোহেল আহমেদসহ ৬ বন্ধু ৩টি মোটরসাইকেলে জাফলং ভ্রমণে আসেন। ভ্রমণ শেষে ইউসুফ ও সোহেল একই মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা দেন। গুচ্ছগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই ইউসুফ নিহত হন। সোহেলকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা-পুলিশ ও হাইওয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব সড়ক দুর্ঘটনায় দুই পর্যটক নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ