কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কে উপজেলার তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. হাসান আলী (৪০) মিরপুর উপজেলার মাজিহাট গ্রামের শফিউদ্দিনের ছেলে।
হাসান ঢাকার খিলক্ষেত থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ছুটিতে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
রাস্তা সংলগ্ন মসজিদে এশার নামাজ পড়া অবস্থায় মুসল্লিরা গাড়ির শব্দ শুনতে পেয়ে গিয়ে রাস্তায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ঢাকায় পাঠালে পথে রাত একটার মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডা. মৃত ঘোষণা করেন।