হোম > ছাপা সংস্করণ

কিস্তি বেশি নেওয়ার অভিযোগ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

লকডাউনের কারণ দেখিয়ে কিস্তির সংখ্যা বেশি নিচ্ছে সারিয়াকান্দির গ্রামীণ ব্যাংক শাখা। ফলে গ্রাহকেরা অভিযোগ করছেন, তাঁদের সুদের টাকা বেশি দিতে হচ্ছে।

গ্রামীণ ব্যাংক সারিয়াকান্দি শাখা থেকে ঋণ নিলে তা সাপ্তাহিক ৪৪ কিস্তিতে সুদে-আসলে পরিশোধ হওয়ার কথা। কিন্তু লকডাউনে কিস্তি বন্ধ থাকার কারণ দেখিয়ে বর্তমানে ৪৬টি করে কিস্তি নেওয়া হচ্ছে।

সারিয়াকান্দি পারতিত পরল গ্রামের মুক্তা বেগম বলেন, ‘আমাদের কেন্দ্রে অনেক আগে থেকেই সাপ্তাহিক হিসাবে ৪৪ কিস্তিতে আমরা টাকা পরিশোধ করি। ইতিপূর্বে ৪০ হাজার টাকা ঋণ নিয়ে প্রতি সপ্তাহে ১ হাজার করে দিয়ে মোট ৪৪ কিস্তিতে সুদে-আসলে টাকা পরিশোধ করেছি। ফলে ৪০ হাজার টাকা নিয়ে সুদসহ ৪৪ হাজার টাকা পরিশোধ করতে হয়েছে।’ কিন্তু এ বছর ২০ হাজার টাকা নিয়ে তিনি ৪৬টি কিস্তি দিয়েছেন।

সারিয়াকান্দি সদর ইউনিয়নের গোসাইবাড়ী গ্রামের গ্রামীণ ব্যাংক থেকে ঋণ গ্রহীতা তাসলিমা খান বলেন, ‘আমি ৬০ হাজার টাকা সাপ্তাহিক কিস্তিতে ঋণ নিয়েছিলাম। নিয়ম অনুযায়ী ৪৪ কিস্তিতে টাকাগুলো আমার সুদে-আসলে পরিশোধ হওয়ার কথা ছিল। করোনাকালীন লকডাউনে গত এপ্রিল, মে, জুন—তিন মাস ১২টি কিস্তি দেওয়া বন্ধ ছিল। এখন কিস্তি পরিশোধ করতে গিয়ে আমাকে দুটি কিস্তি বেশিসহ মোট ৪৬টি কিস্তি দিতে হয়েছে। এতে আমাকে মোট ২ হাজার ৬২৬ টাকা সুদ বেশি দিতে হয়েছে।’

উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের আমতলী গ্রামের নূরী বেগম বলেন, ‘সরকারি ঘোষণায় আমরা লকডাউনে কিস্তি দেওয়া বন্ধ রেখেছিলাম। এখন পরিশোধের সময় আমাকে অতিরিক্ত কিস্তি দিতে হলো। সরকারের ঘোষণা শুনে হামাগিরে ক্ষতিই হলো।’

উপজেলার নারচী ইউনিয়নের কুপতলা গ্রামের মেরিনা বেগম বলেন, ‘করোনাকালীন লকডাউনে অফিসের কর্মীরা কিস্তি নিতে আসেননি, তাই আমরা কিস্তি দেওয়া স্থগিত রেখেছিলাম। এ জন্য আমাকে অতিরিক্ত কিস্তি পরিশোধ করতে হয়েছে।’

গ্রামীণ ব্যাংক সারিয়াকান্দি শাখা কার্যালয়ের ব্যবস্থাপক আমিনুল ইসলাম বলেন, ‘যেহেতু গ্রাহকদের কাছে আমাদের টাকা প্রায় দেড় বছরের মতো পড়ে ছিল। তাই তাঁদের নিকট হতে অতিরিক্ত সুদ নেওয়া হচ্ছে। বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক তপন কুমার বিশ্বাসকে মোবাইল ফোনে জানালে তিনি মাইক্রোক্রেডিট বিভাগের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেল মিয়া বলেন, ‘অতিরিক্ত কিস্তি আদায়েরঅভিযোগ নিয়ে একজন ঋণ গ্রহীতা আমার অফিসে এসেছিলেন। আমি তাঁকে লিখিত অভিযোগ দিতে বলেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণকরা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ