ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা-পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৬ আসামি গ্রেপ্তার হয়েছেন। গত রোববার বিকেলে কোতোয়ালি মডেল থানার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. বাছির, মো. হাসেম, সারোয়ার হোসেন ওরফে শাওন, আরিফ রব্বানী ও সবুজ মিয়া। অপরজনের নাম জানা যায়নি।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, মাদক মামলায় একজন, গ্রেপ্তারি পরোয়ানায় পাঁচজনসহ মোট ছয় আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।