হোম > ছাপা সংস্করণ

কোটালীপাড়ার কান্দিতে বইছে নির্বাচনী হাওয়া

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৩ ডিসেম্বর হবে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নে বইছে নির্বাচনের হাওয়া।

এ ইউপিতে ১৪ জন সম্ভাব্য চেয়ারম্যানপ্রার্থী মনোনয়নের জন্য ইতিমধ্যেই দৌড়ঝাঁপ শুরু করেছেন। বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সিনিয়র নেতাদের নজরকাড়ার চেষ্টায় আছেন তাঁরা। প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে দোয়া ও আশীর্বাদ চাচ্ছেন।

বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে নিজেদের তুলে ধরার চেষ্টা করছেন অনেকে। কেউ কেউ আবার শুভেচ্ছা পোস্টার, ব্যানার-ফেস্টুন দিয়ে প্রার্থিতার কথা জানান দিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন।

কান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য ১৪ প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ‍বিষ্ণু অধিকারী, কান্দি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ, কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিন্দ্রনাথ রায়, সহসভাপতি প্রশান্ত অধিকারী, সাধারণ সম্পাদক তুষার মধু, উপজেলা আওয়ামী লীগের সদস্য নগেন্দ্রনাথ বাড়ৈ, আওয়ামী লীগ নেতা ছালেক শেখ, ধীরেন্দ্রনাথ মধু, কাশিনাথ মন্ডল, বাসুদেব রায়, স্বপন বাড়ৈ, মেন্টর বিশ্বাস, সুরঞ্জিত বালা ও হরিদাস মালাকার।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, এ নির্বাচনে মনোনয়ন দাখিল করা যাবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ নভেম্বর। প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ