জামালপুরের দেওয়ানগঞ্জে ৫ হাজার ২৫০ কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে দেওয়ানগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার কৃষি অফিসারের কার্যালয় প্রাঙ্গণে এই সামগ্রী বিতরণ করা হয়। সামগ্রীর মধ্যে প্রতিজন কৃষক পাবেন ৫ কেজি উফশী ধান, ডিএপি ও এওপি সার ১০ কেজি করে। সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকের হাতে সার ও বীজ তুলে দেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোলাইমান হোসেন সোলাই।
বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস। উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান মো. ইমরান।