কিশোরগঞ্জের তাড়াইলে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে থানা-পুলিশ সদস্যদের মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সরকারের নেতৃত্বে পুলিশ সদস্যদের নিয়ে এই মহড়া অনুষ্ঠিত হয়। থানা চত্বর থেকে পুলিশ সদস্যরা মোটরবাইকে উপজেলার সাতটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানায় মিলিত হন।
এ নিয়ে জানতে চাইলে জয়নাল আবেদীন সরকার বলেন, ‘আগামী ১১ নভেম্বর উপজেলার সাতটি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলার পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য আমাদের এই মহড়া।’
জয়নাল আবেদীন আরও বলেন, ‘আমরা প্রতিটি ইউপিতে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছি। সকলেই সুষ্ঠু নির্বাচনের জন্য নিজ নিজ অবস্থানে থেকে নির্বাচন আচরণবিধিসহ আইনশৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।