চাঁপাইনবাবগঞ্জে বালতির পানিতে ডুবে যমজ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়া মহল্লায় এ ঘটনাটি ঘটে।
নিহত দুই যমজ শিশু হলো সাবা (৩) ও সাহারা (৩)। তারা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়া মহল্লায় এমদাদুল হকের মেয়ে।
শিশুদের বাবা এমদাদুল হক বলেন, সকাল ৯টার দিকে পরিবারের সবাই বাড়ির বাইরে থাকায় টয়লেটে থাকা বালতি ভর্তি পানি নিয়ে তারা খেলছিল। হঠাৎ তারা বালতির মধ্যে পড়ে অসুস্থ হয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে মরদেহ পুলিশের অনুমতি নিয়ে বাড়িতে নেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।