ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের তিতাস নদীর পাড়ে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মোফাসসেল বাবু (২৫) নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে মেড্ডার শ্মশানঘাট এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। মোফাসসেল বাবুর বাড়ি জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে। তিনি শহরের মেড্ডা এলাকায় অটোরিকশা চালাতেন।
পরিবারের সদস্যরা জানান, ফজর নামাজের সময় মোফাসসেলকে একজন মোবাইল ফোনে কল করেন। পরে তিনি অটোরিকশা নিয়ে বের হন। এর ঘণ্টাখানেক পর মেড্ডার শ্মশানঘাটের একটি কড়ইগাছের সঙ্গে তাঁর লাশ ঝুলতে দেখেন স্থানীয় লোকজন। পাশেই অটোরিকশাটি ছিল। মোফাসসেলকে ডেকে নিয়ে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি পরিবারের।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।