হোম > ছাপা সংস্করণ

নতুন দর্শনে বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে রাসেল ডমিঙ্গো অধ্যায়ের ইতি ঘটেছে গতকাল। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস ইঙ্গিত দিয়েছিলেন, পরিবর্তন আসতে পারে কোচিং স্টাফে। আর এর শুরু হলো একদম মাথা থেকেই। ২০২৩ ও ২০২৪ সালে দুটি বিশ্বকাপ সামনে রেখে নতুন দর্শনে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

ডমিঙ্গোর বিদায়ের দিন জালাল ইউনুস জানালেন আরও কিছু চমকের কথা। তিন সংস্করণে দুজন কোচ রাখার কথা ভাবছে বিসিবি। টি-টোয়েন্টিতে শ্রীধরন শ্রীরামের সঙ্গে চুক্তি বাড়ানোর ব্যাপারে আগ্রহী বোর্ড। টেস্ট ও ওয়ানডের জন্য নিয়োগ দেওয়া হবে আরেকজন কোচ।

সবচেয়ে বড় চমক হলো, ক্রিকেট নিয়ে লম্বা সময় (ভবিষ্যৎ) চিন্তার জন্য, কোচিং পদ্ধতিটা একটা পথে আনার জন্য হাই পারফরম্যান্স ডিরেক্টর নিয়োগ দেবে বিসিবি, যা এর আগে দেশের ক্রিকেটে দেখা যায়নি।  গতকাল জালাল ইউনুস আজকের পত্রিকাকে বলেছেন, ‘সে (পারফরম্যান্স ম্যানেজার) বাংলাদেশের সব ধরনের ক্রিকেট নিয়ে কাজ করবে। আমাদের পথ দেখাবে।  লম্বা সময়ের জন্য  পথ চলার পরিকল্পনা দেবে।’  দেশীয় নাকি বিদেশি কেউ হবে পারফরম্যান্স ম্যানেজার? ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জানান, ‘দেশের নয়, বাইরে থেকেই আসবে।’

নিয়োগের ব্যাপারে এখনো কারও সঙ্গে আলোচনা করেনি বিসিবি। জালাল ইউনুস বলেছেন, ‘এখনো কারও নাম বলতে পারছি না। কারও সঙ্গে আলোচনা হয়নি। প্রক্রিয়া শুরু হচ্ছে।’

আগামী মার্চে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড। এর আগেই নতুন কোচ নিয়োগ দেওয়ার কথা বলেছেন তিনি, ‘জানুয়ারির মধ্যেই চূড়ান্ত করে ফেলব সবকিছু। অনেকের সঙ্গে আলাপ-আলোচনা চলছে।’

২০১৯ সালের আগস্টে বাংলাদেশের কোচ হয়ে আসেন ডমিঙ্গো। প্রাথমিক চুক্তি ছিল ২ বছরের। গত বছর আবার সেই চুক্তি বাড়ানো হয় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তবে মেয়াদ শেষের ১১ মাস আগেই বিদায় হলো তাঁর। কী কারণে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ডমিঙ্গো চাকরি ছাড়লেন, উল্লেখ করেননি জানিয়েছেন জালাল ইউনুস।

ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেছেন, ‘সে (ডমিঙ্গো) পদত্যাগ করেছে। আমাদের সিইওকে একটা চিঠি দিয়েছে। এখানে কোনো কারণ দেখায়নি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ