হোম > ছাপা সংস্করণ

থানচিতে শেষ হলো প্রবারণা উৎসব

থানচি (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের থানচিতে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রবারণা উৎসব পালিত হয়েছে। উৎসবে উপজেলার প্রায় ৫২টি মারমা গ্রামের বৌদ্ধ ধর্মানুসারীরা অংশ নেন। গত ২০ অক্টোবর শুরু হয়ে উৎসবটি গত রোববার শেষ হয়।

এ উপলক্ষে ময়ূর পঙ্খী রথ শোভাযাত্রা বের করা হয়। পরে সাঙ্গু নদীতে রথ বিসর্জন দেওয়া হয়। অনুষ্ঠান উপলক্ষে হাজার বাতি প্রজ্বলন, ফানুস বাতি উড়ানোর আয়োজন করা হয়। এ ছাড়া ফুটবল খেলার আয়োজন করে আয়োজক কমিটি।

আয়োজক সূত্রে জানা গেছে, পাহাড়ে মারমা, চাকমা, তঞ্চঙ্গ্যা, বড়ুয়া সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ওয়াগোওয়াই পোওয়ে (প্রবারণা)। এ উৎসবকে কেন্দ্র করে ময়ূর পঙ্খী রথ তৈরি, শোভাযাত্রা, বিসর্জন, ফানুস উড়ানো ছাড়াও বাহারি পিঠা তৈরি, হাজার বাতি প্রজ্বলন, বৌদ্ধ ভিক্ষু-উপাসক ও উপাসিকাদের ছোয়াইন (ভোজন) দান, বুদ্ধ স্নান, ঐতিহাসিক গৌতম বুদ্ধের ত্রিপিটকের বাণী ও ধর্ম দেশনাসহ নানা আয়োজন করা হয়।

উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানি, ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা, থানচি থানার ওসি সূদ্বীপ রায় উপস্থিত ছিলেন। এ ছাড়া উৎসব উদ্‌যাপন ও আয়োজন কমিটি সভাপতি থুইমংপ্রু মারমা, সাধারণ সম্পাদক উমংসিং মারমা, সাবেক ইউপি চেয়ারম্যান উবামং মারমা, তিন্দু ইউপি চেয়ারম্যান প্রার্থী থোয়াইসিংমং মারমা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

উমংসিং মারমা বলেন, ‘প্রথমবার মাহা ওয়াগোওয়াই পোওয়ে (প্রবারণা) উৎসবের কাজ করার সুযোগ পেয়েছি। সবার সহযোগিতায় ইতিহাস ও ঐতিহ্যবাহী বৌদ্ধ ধর্মের পবিত্র উৎসব যথাযথভাবে আয়োজন করতে পেরেছি। সমাজের সব শ্রেণি পেশা মানুষ উৎসব উপলক্ষে আনন্দ উল্লাস করেন। এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে সমাজের জন্য কাজ করতে উৎসাহ পাচ্ছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ