জামালপুরের মাদারগঞ্জে ৫ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি সালিসি বৈঠকের মাধ্যমে মীমাংসার চেষ্টার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। উপজেলার একটি গ্রামে মঙ্গলবার এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ওই শিশুসহ আরও কয়েকটি শিশু গ্রামের একটি মুদি দোকানে যায়। এ সময় দোকানি অন্য শিশুদের বিদায় করে ওই শিশুকে নলকূপ থেকে পানি আনতে বলেন। পানি নিয়ে ফেরার পর দোকানি তাকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করেন। শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে মা–বাবাকে বিষয়টি জানায়। পরে শিশুটির বাবা মামলা করতে চাইলে স্থানীয় প্রভাবশালীদের চাপে ও প্রলোভনে পড়ে বিরত থাকেন। কিন্তু বিচারের নামে পরে শুরু হয় গড়িমসি। একপর্যায়ে গত শনিবার থানায় মামলা করতে গেলে তাঁকে সন্ধ্যায় আসতে বলা হয়। পরে রোববার আবারও সালিসি বৈঠক বসে। এ সময় গণমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেয়ে বৈঠক ভেঙে দেওয়া হয়।
এ বিষয়ে শিশুটির বাবা বলেন, স্থানীয় একজন জনপ্রতিনিধির মাধ্যমে কয়েক দিন ধরে সালিসি বৈঠকে মীমাংসার চেষ্টা করা হয়। তাঁদের আশ্বাসে এত দিনেও মামলা করা হয়নি।
এ বিষয়ে থানার ওসি মাহবুবুল হক বলেন, ভুক্তভোগীর বাবাকে তাঁর মেয়েসহ সন্ধ্যায় থানায় আসতে বলা হয়েছিল, কিন্তু কেউ আসেনি। এটা সালিসি বৈঠকে মীমাংসার ঘটনা না। এই ঘটনায় যে আপস করবে সেও আসামি হবে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।