হোম > ছাপা সংস্করণ

গদখালীতে ফুটেছে টিউলিপ

করোনার কারণে ফুল বিক্রি কমে যাওয়ার দুঃসময়ে নেদারল্যান্ডসের টিউলিপ ফুটেছে যশোরের ঝিকরগাছার গদখালীতে।ফুলের রাজধানী খ্যাত গদখালীর পানিসারায় পরীক্ষামূলক চাষে সফল হয়েছেন কৃষক ইসমাইল হোসেন।

তাঁর এখন স্বপ্ন বাণিজ্যিক উৎপাদনের। পানিসারা গ্রামের মাঠে কৃষি অধিদপ্তরের সহযোগিতায় ইসমাইল হোসেনের টিউলিপ ফুলের চাষ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এটাই প্রথম বলে দাবি সংশ্লিষ্টদের।বাল্ব (বীজ হিসেবে ব্যবহৃত রূপান্তরিত কন্দ) রোপণের মাত্র ২০ দিনের মধ্যে সাত প্রকারের রাজসিক সৌন্দর্যের ফুল টিউলিপে ছেয়ে গেছে খেত।

পানিসারায় গিয়ে দেখা গেছে, সূর্যের আলো ও তাপ নিয়ন্ত্রণ করা বিশেষ ছাউনির নিচে সারি সারি টিউলিপ ফুটেছে।ইসমাইল হোসেন বলেন, ‘৫ শতক জমিতে নেদারল্যান্ডস থেকে আনা ৭ প্রজাতির ৫ হাজার টিউলিপ গাছের বাল্ব (বীজ হিসেবে ব্যবহৃত রূপান্তরিত কাণ্ড) রোপণ করি। জমিতে বাল্বগুলো রোপণ করার ২০ দিনের মধ্যেই ফুল ফুটতে শুরু করেছে।’সফল এই টিউলিপ চাষি বলেন, ‘প্রথম যে ফুলটি ফুটেছে তার বয়স ১০ দিন হয়ে গেছে তার পরও ফুটন্ত রয়েছে।

তাতে বুঝা যাচ্ছে একটি ফুল ফোটার পর অন্তত ২০ দিন ভালো থাকবে।’ইসমাইল হোসেন বলেন, ‘প্রথমে পরীক্ষামূলক টিউলিপ চাষ করে সফল হয়েছি ধরা যায়। এবার বাণিজ্যিকভাবে চাষ শুরু করার চেষ্টা করব। তবে পরে রোপণের জন্য টিউলিপ বীজ সংরক্ষণের জন্য নির্দিষ্ট তাপমাত্রায় বাল্ব সংরক্ষণ করার ব্যবস্থা না থাকায় এ ফুল চাষে সমস্যা হতে পারে।’

ফুলচাষি ইসমাইল হোসেন বলেন, ‘টিউলিপ চাষের জন্যে প্রথমে খেত তৈরিতে ভার্মিকম্পোস্ট সার দিয়ে মাটি চাষ করি। পরে কিছু রাসায়নিক সার প্রয়োগ করি। খেতের মাটি সব সময় আর্দ্র রেখেছি। মাঝে মধ্যে ঝাঁঝরি দিয়ে পানি দিয়ে বেড নরম রেখতে হচ্ছে।’টিউলিপের বাজার নিয়ে ইসমাইল হোসেন বলেন, ‘৫০ দিনের এ ফুল চাষে লাভের সম্ভাবনা বেশি। কারণ, প্রতিটি ফুলের দাম ১০০ টাকার ওপরে।’

ইসমাইল হোসেনের এই সফলতা দেশে টিউলিপ ফুল চাষের আশা জাগাচ্ছে। বিশেষ করে ফুলের রাজধানী গদখালীতে টিউলিপ ফুল চাষে বিপ্লব ঘটবে বলে মনে করছে কৃষি অধিদপ্তর।ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ বলেন, ‘বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে নেদারল্যান্ডসের মোট ৮ জাতের টিউলিপের পরীক্ষামূলক চাষ শুরু করা হয়েছে।’মাসুদ হোসেন পলাশ বলেন, ‘ইসমাইল হোসেনের ৫ শতক জমিতে ৩ লাখ টাকার বাল্ব চাষ করা হয়। সেখানে সফলতা পাওয়া গেছে। এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রথম সফল চাষ।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ