ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে তিনটি গরু পুড়ে মারা গেছে, পুড়ে গেছে দুটি ঘর। গত রোববার রাতে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বালিথা গ্রামের সলিম উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
সূতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজা বলেন, ‘সলিম উদ্দিনকে সহযোগিতার জন্য ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ইউএনও বরাবর পাঠানো হবে।’
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহেল রানা বলেন, ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে তার আগেই গরুর ঘর ও বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।