হোম > ছাপা সংস্করণ

হলিউডে ব্যস্ত বাংলাদেশের জিসান

২০২১ সালে মুক্তি পাওয়া অস্কার জেতা পরিচালক স্টিভেন স্পিলবার্গের মিউজিক্যাল সিনেমা ‘ওয়েস্ট সাইড স্টোরি’র টিভি ট্রেলার বানিয়েছেন বাংলাদেশের কামরুল হাসান জিসান। ‘দ্য ব্যাটম্যান’, ‘মরবিয়াস’, ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’সহ হলিউডের বেশ কিছু সিনেমার টিজার ও ট্রেলারে মোশন গ্রাফিকসের কাজ করেছেন কুমিল্লার লাকসামের এই তরুণ।

২০০৮ সালে পড়াশোনার সুবাদে লাকসাম থেকে ঢাকায় আসেন জিসান। দৈনিক পত্রিকা আর ইউটিউবে টিউটরিয়াল দেখে শিখতে থাকেন ফটোশপের কাজ। ২০১২ সালে প্রাতিষ্ঠানিকভাবে এনিমেশনের কাজ শুরু করেন তিনি। ২০১৬ সালের শেষ দিকে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। নিউইয়র্কের এক প্রবাসীর পত্রিকায় গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করেন। ২০১৭ সালে পাড়ি দেন লস অ্যাঞ্জেলেসে। মনে তখন হলিউডে কাজ করার সুপ্ত বাসনা। আবার নতুন করে ভিডিও টিউটরিয়াল দেখে দেখে ও বিভিন্ন বই পড়ে মোশন গ্রাফিকস ডিজাইন শিখতে শুরু করেন। চলচ্চিত্রে যেসব গ্রাফিকস প্রয়োজন হয়, সেগুলোও রপ্ত করতে থাকেন। এসব কাজে দৈনিক ১৫ থেকে ১৮ ঘণ্টা ব্যয় হতো তাঁর।

গত বছরের আগস্ট থেকে মোশন গ্রাফিক ডিজাইনার হিসেবে চাকরির আবেদন করতে থাকেন জিসান। তিন মাস চেষ্টার পর ওয়াইল্ড কার্ড ক্রিয়েটিভ থেকে ডাক পান। নভেম্বরে যোগ দেন সেখানে। এভাবেই শুরু হয় তাঁর হলিউডে পথ চলা।

চলচ্চিত্র ও টিভি সিরিজ প্রযোজনার জন্য বিখ্যাত ক্যালিফোর্নিয়ার কালভার সিটি। এটি হলিউডের আঁতুড়ঘর হিসেবেও পরিচিত। এখানেই রয়েছে সনি, জিএমজি বা গোল্ডেন মেট্রো মেয়ার, আমাজন ও টিকটকের মতো বাঘা বাঘা স্টুডিও। জিসান সেখানেই মোশন গ্রাফিকস ডিজাইনার হিসেবে কাজ করছেন ওয়াইল্ড কার্ড ক্রিয়েটিভে।

হলিউডের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল ‘লাস্ট নাইট ইন সোহো’ চলচ্চিত্রের ট্রেলারে। এরপর কাজ করেন ‘দ্য ব্যাটম্যান’, ‘মরবিয়াস’, ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’সহ বেশ কিছু সিনেমার ট্রেলার ও টিজারে। হাউস অব গুচি, ড্রপ আউট, বোস লেগেসি, তেহরান সিজন টু, ডিপ ওয়াটার, মরবিয়াস, দ্য টেক ডাউন, ডক্টর স্ট্রেঞ্জ, কার্দাশিয়ানস, সেমারিটান, বেল এয়ার, ট্রু স্ট্রোরি অব এলএ লেকার্সসহ অনেক সিনেমার ট্রেলারে আছে জিসানের মাউসের ক্লিকবাজি।

বাংলাদেশের দর্শকের জন্য সিনেমা বানাতে চান জিসান। মুক্তিযুদ্ধ নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা তাঁর। স্বপ্ন দেখেন আর্ট ডিজাইনার  হিসেবে গোল্ডেন গ্লোব জেতার।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ