হোম > ছাপা সংস্করণ

শাহরুখের জওয়ানের সঙ্গে ‘অন্তর্জাল’, ভয় পাচ্ছেন না নির্মাতা দীপন

পাঁচ মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসছেন বলিউড বাদশা শাহরুখ খান। ‘পাঠান’-এর পর এবার মুক্তি পাচ্ছে শাহরুখের ‘জওয়ান’। তবে এবার দৃশ্যপট ভিন্ন। বিশ্বজুড়ে মুক্তির প্রায় পাঁচ মাস পরে দেশে এসেছিল পাঠান।

কিন্তু জওয়ান আসছে একই সময়ে। জওয়ানের মুক্তির তারিখ ৭ সেপ্টেম্বর, পরদিন (৮ সেপ্টেম্বর) মুক্তি পাবে সিয়াম-মিম-সুমন অভিনীত বাংলাদেশের সিনেমা ‘অন্তর্জাল’। শাহরুখ খানের মতো বড় তারকার সিনেমার সঙ্গে লড়াই করতে হবে জেনেও আত্মবিশ্বাসী অন্তর্জাল নির্মাতা দীপংকর দীপন। জানালেন, তিনি ভয় পাচ্ছেন না।

অন্তর্জাল প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল কোরবানির ঈদে। এরপর কয়েক দফা পিছিয়ে ৮ সেপ্টেম্বর চূড়ান্ত করা হয়। একই দিনে দেশে জওয়ান মুক্তির বিষয়টি জানার পর অনেকে মনে করছিলেন, আবারও হয়তো পিছিয়ে যাবে অন্তর্জাল। তবে নির্মাতা নির্ধারিত তারিখেই সিনেমাটি মুক্তি দিতে প্রস্তুত। জওয়ান নিয়ে কোনো রকম দুশ্চিন্তা করছেন না তিনি।

দীপন বলছেন, ‘হিন্দি সিনেমার ভয়ে কি আমরা সিনেমা বানানো বন্ধ করে দেব, এটা তো কখনো বাঙালি শেখেনি। মুক্তবাজার অর্থনীতিতে সব ক্ষেত্রেই প্রতিযোগিতা চলে এসেছে। তাহলে সিনেমায় আমরা কেন ভয় পাব? এ ধরনের প্রতিযোগিতা ভালো কনটেন্ট নির্মাণ করতে সহায়ক হিসেবে কাজ করবে।’

দীপংকর দীপনের আশা, বলিউডের জওয়ানের চেয়ে এ দেশের দর্শক অন্তর্জালকেই প্রাধান্য দেবে। দীপন বলেন, ‘অন্তর্জাল যেভাবে নির্মিত হয়েছে, তাতে আমি আত্মবিশ্বাসী। এখানে আমাদের ভালোবাসা আছে, শ্রম আছে, সব মিলিয়ে এখানে একটা বাংলাদেশ আছে।

যখন প্রশ্নটা বাংলাদেশের হয়, তখন পুরো দেশের মানুষ এক হয়ে দেশকেই জেতায়। আমার মনে হয়, দর্শক জওয়ানের থেকে অন্তর্জালকে পিছিয়ে রাখবে না, পাশাপাশি রাখবে। অন্তর্জালকে এগিয়েও রাখতে পারে।’

অন্তর্জাল ছাড়াও ৮ সেপ্টেম্বর মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে আরও দুটি সিনেমার। একটি মুশফিকুর রহমান গুলজারের ‘দুঃসাহসী খোকা’, অন্যটি দেলোয়ার জাহান ঝন্টুর ‘সুজন মাঝি’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিশোর বেলার কাহিনি নিয়ে সরকারি অনুদানে নির্মিত হয়েছে দুঃসাহসী খোকা। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন সৌম্য জ্যোতি।

অন্যদিকে সুজন মাঝি নির্মিত হয়েছে গ্রামীণ পটভূমিতে। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ ও নিপুণ আক্তার।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ