খাগড়াছড়ি রিজিয়ন ২০৩ পদাতিক ব্রিগেড ও লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে দীঘিনালায় দুই দিনব্যাপী চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। এ সময় দুই হাজার ২৮৮ রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে গতকাল রোববার ও শনিবার এই চিকিৎসা শিবির হয়। এর উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল মাহাম্মদ আলী রেজা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলী রেজা বলেন, দীঘিনালা খাগড়াছড়ি জেলার একটি প্রত্যন্ত উপজেলা। করোনায় এখানে চিকিৎসাসেবা দুরূহ হয়ে পড়েছে। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে সঠিক চিকিৎসা থেকে জনসাধারণ বঞ্চিত হচ্ছে। এ পরিস্থিতি অনুধাবন করে খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোন ও লায়ন্স ক্লাব একটি চিকিৎসা শিবিরের মাধ্যমে দীঘিনালা উপজেলার জনসাধারণের পাশে দাঁড়িয়েছে। গরিব-দুস্থদের চিকিৎসাসেবাও প্রয়োজনীয় ওষুধ বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে জোন কমান্ডার লে. কর্নেল তৌহিদুল ইসলাম বলেন, খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোন সব সময় পার্বত্য অঞ্চলে সাহায্য সহযোগিতায় এগিয়ে এসেছে। দীঘিনালা উপজেলার শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রতিষ্ঠার লক্ষ্যে দীঘিনাল জোন সদা প্রস্তুত রয়েছে।