হোম > ছাপা সংস্করণ

বৃষ্টিতে বিপাকে দিনমজুরেরা

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

বৃষ্টিতে কাজ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ। বুধবার সকাল থেকেই কখনো গুড়িগুড়ি কখনো বা মুষলধারে বৃষ্টি পড়ে। শ্রমজীবী মানুষের পাশাপাশি স্বাভাবিকযাত্রায়ও ব্যাঘাত ঘটছে।

দিনভর বৃষ্টির কারণে রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল ছিল না বললেই চলে। উপজেলা শহরে প্রতিদিনই যেখানে যানজট লেগে থাকত বৃষ্টির কারণ সেই সড়ক ছিল একেবারে ফাঁকা।

ভ্যানচালক আবুল কালাম (৫৪) বলেন, ‘আজ (বুধবার) সকাল থেকেই বৃষ্টি থাকায় যাত্রী একেবারেই নেই। প্রতিদিন যেখানে ৫ থেকে ৭ শ টাকা আয় করি, সেখানে আজ মাত্র ১০০ টাকা এখন পর্যন্ত পেয়েছি।’

ফাস্ট ফুড ব্যবসায়ী মাহমুদ বলেন, ‘সারা দিনই ব্যাপকভাবে বৃষ্টি হচ্ছে। এ কারণে বাজারে মানুষ নেই। খুব দরকার না হলেও কেউই বের হচ্ছে না৷ বেচা-কেনা নেই বললেই চলে। প্রতিদিন যা বিক্রি করি তার অর্ধেক টাকাও আজ বিক্রি করতে পারিনি।’

নান্নু মোল্লা নামে এক দিনমজুর বলেন, ‘কাজের সন্ধানে বের হলেও বৃষ্টির কারণে কাজ মেলেনি। দিন শেষে খালি হাতে বাসায় ফিরতে হবে আমাকে।’

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে। ফলে দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ