ইউক্রেনে রাশিয়ার আক্রমণের জেরে গতকাল সকালেই আন্তর্জাতিক পুঁজিবাজারে বড় ধস নামে। সেইসঙ্গে বেড়েছে জ্বালানি তেলের দাম। খবর এনবিসির।
হংকংয়ের সেনসেক্স সূচক কমেছে ৪ দশমিক ৭ শতাংশ, কোরিয়ার কসপি সূচক পড়েছে ২ দশমিক ৭ শতাংশ, জাপানের নিক্কেই সূচক পড়েছে ২২৫ পয়েন্ট। চীনের সাংহাই কম্পোজিট সূচক, শূন্য দশমিক ৯ শতাংশ কমেছে।
স্থগিত করা হয়েছে মস্কো এক্সচেঞ্জের লেনদেন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ এক্সচেঞ্জে লেনদেন বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অন্যদিকে ইউক্রেন-রাশিয়ার মধ্যে উত্তেজনা শুরু হলে মাসখানেক ধরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে। গতকাল আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে ৫ শতাংশের বেশি। সেই সঙ্গে বেড়েছে প্রাকৃতিক গ্যাস ও সোনার দাম।
নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে অপরিশোধিত তেলের দাম বেড়ে ৯৮ ডলার হয়েছে এবং ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ ইউরোপে প্রায় ১০৫ ডলার হয়েছে। এই দাম ক্রমাগত বাড়ছে।