সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৬ ইউনিয়নে বিএনপির কমিটি গঠনের জন্য কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়েছে।
গত শুক্রবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির বর্ধিত সভায় এ তারিখ ঘোষণা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।
উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মন্নান মনাফের সভাপতিত্বে ও উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য আলী আকবরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাশেম।
সভায় সর্বসম্মতিক্রমে উপজেলার ৬ ইউনিয়ন বিএনপির কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়।
১ নম্বর পশ্চিম ইসলামপুর ইউনিয়নে ৪ ডিসেম্বর, ২ নম্বর পূর্ব ইসলামপুর ইউনিয়নে ৩ ডিসেম্বর, ৩ নম্বর তেলিখাল ইউনিয়নে ৫ ডিসেম্বর, ৪ নম্বর ইছাকলস ইউনিয়নে ৬ ডিসেম্বর, ৫ নম্বর উত্তর রণিখাই ইউনিয়নে ৭ ডিসেম্বর ও ৬ নম্বর দক্ষিণ রণিখাই ইউনিয়নে ২৭ নভেম্বর কাউন্সিল অনুষ্ঠিত হবে।