ভোলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এক ঠিকাদারের বাসায় গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র ওই বাসা থেকে ৪০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকা ও দামি আইফোনসহ ৩ সেট নিয়ে গেছে। গত বুধবার গভীর রাতে পৌর ৮ নম্বর ওয়ার্ডের রূপসী সিনেমা হল সংলগ্ন ঠিকাদার ইকবাল হোসেনের বাসায় এই চুরির ঘটনা ঘটে।
ইকবাল হোসেনের স্ত্রী নাসরিন আক্তার বলেন, ‘বুধবার রাতে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। গভীর রাতে গ্রিল কেটে চোরচক্র বাসায় প্রবেশ করে। এ সময় তাঁরা আলমিরা ভেঙে ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় দুই লাখ টাকা নিয়ে যায়। শুধু তাই নয় একটি আইফোনসহ ৩টি মোবাইল সেট নিয়ে যায়। সকালে আমরা ঘুম থেকে উঠে আলমিরাসহ বিভিন্ন শোকেজের মালপত্র এলোমেলো দেখতে পাই। আলমিরাতে রাখা স্বর্ণ ও টাকা খুঁজতে গিয়ে দেখি সেগুলো নেই। চোরচক্র সেগুলোকে নিয়ে গেছে। এ ঘটনাটি আমরা তাৎক্ষণিক ভোলা সদর থানা-পুলিশকে জানাই।’
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, ‘ঠিকাদার ইকবাল হোসেনের বাসায় চুরির ঘটনাটি আমরা শুনেছি। এ ব্যাপারে অভিযোগের ভিত্তিতে আমরা চোরচক্রকে ধরার চেষ্টা চালাচ্ছি। আশা করি, খুব দ্রুত তাদের আটক করতে সক্ষম হব।’