বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের কারণে বিষপানে এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। মুমূর্ষু অবস্থায় ওই যুবককে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুরে উপজেলার যবসেন গ্রামের বাবুল পাইকের ছেলে রাজন পাইক (২৪) পারিবারিক কলহের জেরে ঘরে থাকা কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করে।
রাজন পাইকের বাবা বাবুল পাইক জানান, তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হয়। এতে অভিমান করে রাজন ঘরে থাকা কীটনাশক পান করে। পরে সে অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে ভর্তি করা হয়। পরে রাজনের অবস্থার উন্নতি না হওয়ায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত জয়ধর জানান, কীটনাশক পানে অসুস্থ রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়। পরে অবস্থার উন্নতি না হওয়াতে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।