নারায়ণগঞ্জের ফতুল্লার থেকে পঞ্চবটী থেকে তেল চুরির অভিযোগে মির্জা পাভেল (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পাভেল ফতুল্লায় অবস্থিত মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা ওয়েল ডিপোর চিহ্নিত তেল চোর ও সন্ত্রাসী বলে দাবি পুলিশের।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরীর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে পাভেলকে পঞ্চবটী এলাকা থেকে আটক করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা করার পর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। গতকাল শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী বলেন, ‘মূলত চাঁদাবাজির বেশ কয়েকটি অভিযোগ ছিল মির্জা পাভেলের বিরুদ্ধে। তারপরই আমরা অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হই।’