গ্লোবাল ইউগ্রেড প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এক সেমিস্টার পড়াশোনার জন্য বাংলাদেশি আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করার ঘোষণা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দূতাবাস। গ্লোবাল ইউগ্রেড এক্সচেঞ্জ প্রোগ্রাম যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রদত্ত একটি বৃত্তি। এই বৃত্তির জন্য বেশ কিছু পরীক্ষা ও ধাপের মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হয়ে থাকে। এরপর বিনা খরচে আমেরিকায় এক সেমিস্টার পড়াশোনা, থাকা এবং বৃত্তি দেওয়া হয়। যেখানে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশীয় সংস্কৃতি তুলে ধরেন বিভিন্ন দেশের প্রতিনিধি। মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পৃষ্ঠপোষকতায় সে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আন্ডারগ্র্যাজুয়েট এক্সচেঞ্জ প্রোগ্রামে পড়ার সুযোগ পাবেন আগ্রহী শিক্ষার্থীরা। এটি একটি ফুল ফ্রি বৃত্তি। এই প্রোগ্রামের মেয়াদ এক সেমিস্টার। ১৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত এই বৃত্তির জন্য আবেদন করা যাবে।
সুযোগ-সুবিধা
আবেদনের যোগ্যতা
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের প্রক্রিয়া
webportalapp.com এই ওয়েবসাইটে গ্লোবাল ইউগ্রেড বৃত্তি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
আবেদনের শেষ সময়: ১৫ ডিসেম্বর, ২০২২ মধ্যরাত পর্যন্ত (বাংলাদেশ সময়)।
অনুবাদ: মুসাররাত আবির