হোম > ছাপা সংস্করণ

ভালোবাসা দিবসের গান

তাহসান-সুস্মিতার ‘হারাই বহুদূর’
ভালোবাসা দিবসে শ্রোতাদের মনে রং ছড়াবে তাহসান রহমান খান ও সুস্মিতা আনিসের নতুন গান ‘হারাই বহুদূর’। গানটি লিখেছেন ও সুর করেছেন মিনার রহমান, সংগীতায়োজনে সাজিদ সরকার। প্রকাশ পেয়েছে সুস্মিতার ইউটিউব চ্যানেলে।

বালামের ‘চুপচাপ চারদিক’
ভালোবাসা দিবস উপলক্ষে গতকাল বালাম প্রকাশ করেছেন নতুন গান ‘চুপচাপ চারদিক’। লেখার পাশাপাশি গানটির সুর-সংগীতও করেছেন বালাম। ভিডিওতে বালামের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী সাগুফতা ফারুক সাদিয়া। গানটি প্রকাশ হয়েছে বালামের ইউটিউব চ্যানেলে। 

হৃদয় খান-অদিতির ‘আমি জানি’
বিশেষ দিনে হৃদয় খান ও অদিতি সিং শর্মা নিয়ে এসেছেন নতুন গান। ‘আমি জানি’ শিরোনামের গানটি লিখেছেন ফারহানা চৌধুরী হেমা, সুর ও সংগীতায়োজনে হৃদয় খান। হৃদয় খানের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।

বাপ্পা-টিনার ‘কিছু নেই যার’
ভালোবাসা দিবস উপলক্ষে বাপ্পা মজুমদার ও টিনা রাসেল নিয়ে এসেছেন নতুন গান ‘কিছু নেই যার’। লিখেছেন জুলফিকার রাসেল। বাপ্পা মজুমদারের নিজস্ব প্রজেক্ট ‘বিউটিফুল ভয়েসেস সিজন ওয়ান’-এর আওতায় গতকাল বাপ্পার ইউটিউব চ্যানেল মুক্তি পেয়েছে গানটি।

লেমিসের ফোক গান
প্রথমবারের মতো ফোক গান কণ্ঠে তুলেছেন আইটেম গান গেয়ে জনপ্রিয়তা পাওয়া সংগীতশিল্পী লেমিস। ভালোবাসা দিবসের দুই দিন আগে প্রকাশ করেছেন তাঁর নতুন গান ‘সখা’। মোল্লা জালালের কথা ও সুরে গানটি প্রকাশ পেয়েছে ত্রিতাল মিউজিক ইউটিউব চ্যানেলে।

কোনাল-সাদীর ‘চোখের বারান্দায়’
নতুন প্রেমের গান নিয়ে এসেছেন সোমনুর মনির কোনাল ও শেখ সাদী। গানের শিরোনাম ‘চোখের বারান্দায়’। লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সংগীত শাহরিয়ার মার্সেল। প্রকাশের কয়েক দিনের মাথায় ইউটিউবে তিন লাখের বেশি দর্শক গানটি উপভোগ করেছে।

কাজী শুভর ‘দরদী’
গতকাল বিকেলে প্রকাশ পেয়েছে কাজী শুভর গাওয়া নতুন গান ‘দরদী’। লিখেছেন বন্ধন বিশ্বাস, মোশাররফ হোসেনের সুরে এ গানের সংগীতায়োজন করেছেন আতিকুর রহমান আতিক।

ফাহিমের ‘তুমি অনেক দামি’
ফাহিম ইসলাম প্রকাশ করেছেন নতুন গান ‘তুমি অনেক দামি’। লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সংগীতায়োজন করেছেন আদিব কবির। ডেডলাইন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ