হোম > ছাপা সংস্করণ

প্রতারণা মামলায় পৌর ভূমি অফিস সহায়ক জেলে

পরশুরাম (ফেনী) প্রতিনিধি

ফেনীর পরশুরামে চেক প্রতারণা মামলায় পৌর ভূমি অফিসের সহায়ক ফয়েজ উল্যাহ আনোয়ারকে (৩৫) কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারের পর উপজেলা ছাত্রলীগের সাবেক এই দপ্তর সম্পাদককে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।

পরশুরাম পৌর ভূমি অফিসের সহায়ক আনোয়ার পৌর এলাকার কোলাপাড়া গ্রামের আবদুল হকের ছেলে।

মামলার বাদী সাতকুচিয়া গ্রামের আবু তাহেরের ছেলে মো. তারেক জানান, নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা থাকায় ব্যবসার কথা বলে ২০১৯ সালে ছয় মাসের মধ্যে পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ১০ লাখ টাকা নেন ফয়েজ উল্যাহ আনোয়ার। পরে জনতা ব্যাংক পরশুরাম শাখার একটি চেক দেন তিনি। কিন্তু ফয়েজ উল্যাহ আনোয়ারের স্বাক্ষরিত চেকের বিপরীতে জনতা ব্যাংকে কোনো টাকা না থাকায় ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ডিজঅনার করে। এ কারণে তিনি আদালতে মামলা করেন। আদালতে দীর্ঘ শুনানি শেষে গত ৬ জানুয়ারি তাঁর বিরুদ্ধে এক বছর জেল ও ১০ লাখ টাকা জরিমানার রায় দেন।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন জানান, আসামিকে গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ