নওগাঁর রাণীনগরে পরীক্ষার ফি ও বেতন কমানোর দাবি জানানোয় শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। পরে সাড়ে চার ঘণ্টা পর থানা-পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের হস্তক্ষেপে ক্লাসে ফেরে শিক্ষার্থীরা। গতকাল সোমবার উপজেলার শিয়ালা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, আগামী ২ জুন শিয়ালা উচ্চবিদ্যালয়ে অর্ধবার্ষিকী পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফি, বেতন, বিদ্যুৎ বিল, উন্নয়ন ফিসহ বিভিন্ন খাতে নবম শ্রেণির শিক্ষার্থীদের ১ হাজার ৪৮০ টাকা এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের ১ হাজার ৪০০ টাকা নির্ধারণ করে বিদ্যালয় কর্তৃপক্ষ। ফি ও বেতন কমানোর জন্য শিক্ষার্থীরা গতকাল বেলা ১১টার দিকে প্রধান শিক্ষক বরাবর লিখিত আবেদন দিতে যায়। প্রধান শিক্ষক হরেন্দ্রনাথ সরকার ও একজন সহকারী শিক্ষক মিলে ছাত্রদের গ্রন্থাগার থেকে বের করে দেন। পরে ছাত্রীদের কমনরুম থেকে বের করে দিয়ে তালা লাগিয়ে দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা প্রায় সাড়ে চার ঘণ্টা বিদ্যালয়ের মাঠে অবস্থান নিয়ে নির্ধারিত ফি কমানোর দাবিতে আন্দোলন করতে থাকে। বেলা সাড়ে তিনটার দিকে থানা-পুলিশ, স্থানীয় ইউপি চেয়ারম্যান, সদস্য ও শিক্ষকেরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে ক্লাসে ফেরান।
প্রধান শিক্ষক হরেন্দ্রনাথ সরকার শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা বলেছি অর্ধেক ফি দিয়ে পরীক্ষা দাও, কিন্তু তারা কোনো কথাই শোনেনি। তাদের ক্লাস থেকে বা কমনরুম থেকে বের করে দিইনি। বরং ছেলেরাই মেয়েদের কমনরুম থেকে ডেকে বের করে আন্দোলন শুরু করে। পরে নিরাপত্তার স্বার্থে গ্রন্থাগারের মূল ফটকে তালা দেওয়া হয়।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, অভিভাবকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের ক্লাসে পাঠানো হয়েছে।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ইউএনও শাহাদাত হুসেইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।