হোম > ছাপা সংস্করণ

বরাদ্দ বাড়লেও বাড়ছে না মানসম্মত গবেষণা

হারুনুর রশিদ, জবি

বিশ্ববিদ্যালয়ের মূল কাজ গবেষণা। গবেষণার মাধ্যমেই একটি বিশ্ববিদ্যালয়ের মান নির্ধারিত হয়। কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ১৬ বছর পরও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মানসম্মত গবেষণা বাড়ছে না। গত চার বছরে বরাদ্দ যে হারে বেড়েছে, সেভাবে গবেষণা বাড়েনি। ফলে দেশের অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেকটাই পিছিয়ে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গবেষণা খাতে ২০১৮-১৯ অর্থবছরে বরাদ্দ ছিল ১ কোটি ২৫ লাখ টাকা, গবেষণা প্রকল্প ছিল ১৪৩টি। ২০১৯-২০ শিক্ষাবর্ষে বরাদ্দ ছিল ১ কোটি ৭০ লাখ টাকা, গবেষণা প্রকল্প ছিল ১৩৩টি। ২০২০-২১ অর্থবছরে বরাদ্দ ছিল ২ কোটি টাকা, গবেষণা প্রকল্প ছিল ১৪৭টি। সর্ব শেষ ২০২১-২২ অর্থবছরে সর্বোচ্চ ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সর্বশেষ ৪৭তম বার্ষিক প্রতিবেদন অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ অর্থবছরে মাত্র আটটি প্রকাশনা বাবদ ১ কোটি ১৬ লাখ ৩৫ হাজার টাকা খরচ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. পরিমল বালা বলেন, ‘গবেষণা প্রকল্প ও কোয়ালিটি বাড়ানোর কাজ চলছে। এবার ১৮৭টি গবেষণা প্রকল্প জমা পড়েছে।’ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল হোসেন বলেন, ‘গবেষণায় বাজেটের আগে আগ্রহ দরকার। মানসম্পন্ন পরিবেশ বা ল্যাবও দরকার, তা আমাদের নেই।’

উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক জানান, ‘আমরা বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে গবেষণাবিষয়ক চুক্তি করার পরিকল্পনা করছি। এ ছাড়াও গবেষণা বৃদ্ধির জন্য আমরা রিসার্চ সেন্টার তৈরি করছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ