পীরগাছায় এক প্রতিবন্ধীর জমি দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা সদর ইউনিয়নের পূর্ব নগরজিৎপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পীরগাছা থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী শফিকুল ইসলাম।
জানা গেছে, সদর ইউনিয়নের পূর্ব নগরজিৎপুর গ্রামের মৃত ছামছুল হকের ছেলে শফিকুল ইসলামের দুটি পা নেই। কাঠের পিঁড়ির ওপর ভর দিয়ে চলাফেরা করেন। শফিকুল ইসলাম ঢাকায় কোনোরকমে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। বাড়িতে স্ত্রী সন্তান থাকেন। এরই সুযোগে তাঁর প্রতিবেশী চাচা আনছার আলী শফিকুল ইসলামের পাঁচ শতাংশ জমি জোরপূর্বক দখলে নিয়ে ঘর নির্মাণ করেন। এ বিষয়ে পীরগাছা থানায় একটি অভিযোগ করা হয়। পুলিশ তদন্ত করে ঘর অপসারণ ও জমি ছেড়ে দিতে নির্দেশ দেয়। কিন্তু আনছার আলী ঘর নির্মাণ বন্ধ করেননি।
আনছার আলীর ছেলে আব্দুল মালেক বলেন, ‘আমরা শফিকুল ইসলামের সৎ মা মেনেকা বেগমের কাছ থেকে পাঁচ শতাংশ জমি কিনে নিয়েছি।’
প্রতিবন্ধী শফিকুল ইসলাম বলেন, ‘আমি ঢাকায় থাকার সুযোগ আনছার আলী আমার জমি দখল করে ঘর নির্মাণ করেছে।
থানার এএসআই জাহিদুল ইসলাম বলেন, ‘কিছুদিন আগে একটি অভিযোগ পাওয়ার পর মৌখিকভাবে আনছার আলীকে সতর্ক করা হয়েছে। এখন নতুন করে অভিযোগ পাওয়া গেছে।’