মেঘনা উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানেরা কুমিল্লা-১ আসনের সাংসদ মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সঙ্গে দেখা করেছেন। গত বুধবার সাংসদের ঢাকার বাসভবনে যান চেয়ারম্যানেরা।
সাংসদ প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাইনুদ্দিন তপন সাক্ষাতের তথ্যটি জানান।
এ সময় আট ইউপির মধ্যে সাত ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। অসুস্থ থাকায় বিনা ভোটে নির্বাচিত চন্দনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসান উল্যাহ উপস্থিত হতে পারেননি। এঁদের সঙ্গে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিলন সরকারও ছিলেন।